বিশ্বজুড়ে

গরুর গলায় বোমা বেধে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারত-বাংলাদেশ সীমান্তে গবাদি পশুর চোরাচালান কোনও নতুন ঘটনা নয়। সীমান্তে এই চোরাচালান রুখতে সব সময়ই তৎপর থাকে বিএসএফ। কিন্তু এবার তারা সাক্ষী হল এক অভিনব ও নিষ্ঠুর পদ্ধতির।

বৃহস্পতিবার বিএসএফ গলায় বিস্ফোরক বাঁধা গরু উদ্ধার করার পরে সামনে এল সেই নতুন পদ্ধতির কথা। বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই প্রথম তাঁরা এমন নিষ্ঠুর পদ্ধতির সাক্ষী হলেন। গরুর গলায় আইডি বা বিস্ফোরক বেঁধে রাখা হয়েছে। কেউ তাদের ধরে ফেললে যাতে সেই বিস্ফোরক ফেটে আহত হয়, সেই কারণেই এমন পরিকল্পনা বলে জানা যাচ্ছে।

বিস্ফোরণ হলে কেবল বাহিনীর লোকই নয় গবাদি পশুটিও মারাত্মক জখম হবে, পরিকল্পনা তেমনই। কোনও কোনও গরুর গলায় অ্যালুমিনিয়াম কৌটোয় ভরে রাখা হয়েছে বিস্ফোরক। তারপর তা বেঁধে দেওয়া হয়েছে গলার সঙ্গে। দক্ষিণবঙ্গ সীমান্তে হারুডাঙা সীমান্ত পোস্ট থেকে সেগুলিকে উদ্ধার করা হয়েছে।

কলা গাছ ও দড়ির সাহায্যে বেঁধে গরুগুলিকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বিভিন্ন নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, ‘‘আমরা পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি বিএসএফকে ভয় দেখাতেই চোরাচালানকারীরা এই কাণ্ড করেছে। সব মিলিয়ে ৩৬৫টি গবাদি পশু বুধবার থেকে দু’দিনের মধ্যে ধরা পড়েছে সীমান্তে।”

সাম্প্রতিক গবাদি পশুর চোরাচালান বৃদ্ধির ঘটনায় বিএসএফের পক্ষেও বাহিনী, মোটরবোট ও নজরদারির যন্ত্রের সংখ্যা বাড়ানো হয়েছে।-এনডিটিভি

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close