প্রধান শিরোনামস্বাস্থ্য
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৫.৭৯ শতাংশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৭৮৯ জন।
সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ হার ছিল ৭৫ দশমিক ৬০ শতাংশ। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১০৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৪৫৫টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯২২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ২৯২ জন, বরিশাল বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ১১০ জন, সিলেট বিভাগে ৪৮ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৫ জন রয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ছিলেন ২৪ জন।
/এন এইচ