করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত ১৬৬৬, মৃত্যু ৩১

নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ১ হাজার ৬৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৮৩৮ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫২ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

দেশে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close