দেশজুড়ে

গত ১৫ বছরে ইস্যুকৃত অস্ত্রের লাইসেন্স স্থগিত করল সরকার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে গত ১৫ বছরে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। এসব আগ্নেয়াস্ত্র আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গুলিসহ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার(২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তা স্থগিত করা হলো। তাঁদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১৮৭৮ সালের দ্য আর্মস অ্যাক্ট এবং ২০১৬ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন নীতিমালা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএম

Related Articles

Leave a Reply

Close
Close