শিক্ষা-সাহিত্য
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নয়া সভাপতি রোকন, সম্পাদক অনিক
গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর ৮ম কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে একুশে টেলিভিশনের প্রতিনিধি মো. রোকনুজ্জামান মনি সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি অনিক আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে গবিসাসের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু তার সম্মেলন কক্ষে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. রকিবুল ইসলাম অয়ন, যুগ্ম সম্পাদক মো. রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ, অর্থ সম্পাদক মো. আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ধীরা ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম লিংকন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সজল সিংহ, প্রধান চিত্রগ্রাহক এস এম নাহিদুজ্জাহান টুটুল।
এছাড়া কমিটিতে কার্যনিবাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সুপর্ণা রহমান টুচি, বরাতুজ্জামান স্পন্দন ও আব্দুল্লাহ আল মামুন। নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ রনি খাঁ।
কমিটি ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিক্যুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফুয়াদ হোসেন-সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। তাদের সাথে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেল, সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা। এছাড়া এ আয়োজনে যোগদান করেন গবিসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলাম সিহাব ও মুন্নি আক্তার, সাবেক সভাপতি মো. রিফাত মেহেদী প্রমুখ।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(গবিসাস) দেশের সর্বপ্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন। ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি আইন বিভাগের শিক্ষার্থী আসিফ আল আজাদের নেতৃত্বে ৮ জন সদস্য নিয়ে গবিসাসের পথচলা শুরু হয়।
/আরএম