আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
গণ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন নতুন শিক্ষার্থীরা

ঢাকা অর্থনীতি ডেস্ক : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় ছাত্রদলের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়।
সোমবার (২৭ জানুয়ারি) সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয় কর্তৃৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন বিশ্ববিদ্যালয়ের জানুয়ারী-জুন সেশনের নতুন শিক্ষার্থীরা।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এসময় ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাভারন সম্পাদক ও গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ ইকবাল শিক্ষার্থীদের কাছে বিএনপির রাষ্ট্র-মেরামতের ৩১ দফা তুলে ধরেন।
মাহফুজ ইকবাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির জন্য রাষ্ট্র-মেরামতের ৩১ দফা প্রচার করছেন। যার ২৫ নাম্বার দফা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যেন সন্ত্রাস মুক্ত, পেশীশক্তি, ইভটিজিং দখলবাজ মুক্ত হয় সেই লক্ষ্যে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। চাহিদা ভিত্তিক জ্ঞান অর্জন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সব শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।