দেশজুড়েস্থানীয় সংবাদ

গণস্বাস্থ্য কেন্দ্র-গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিশেষ এক আলোকচিত্র প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের পিএইচএ ভবনের অডিটোরিয়ামের হল রুমে আলোকচিত্রী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে এই পুরষ্কার বিতরণ করা হয়।

‘আলোকচিত্রীর চোখে ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান এবং ঐতিহাসিক স্থাপনাসমূহ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে পুরষ্কার বিতরনী ও প্রথম প্রদশর্নী অনুষ্ঠিত হয়।

‘PHPC’ বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতা ২০২১ এর চীফ জাজ হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন হাসান সাইফুদ্দিন।

এ প্রতিযোগিতায় ২৯ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে ইউনার ৮ জনকে ১০ হাজার টাকা ও অনারেবল মেনশন বাকি ২১ জনকে ২ হাজার টাকা করে প্রাইজ মানিসহ সবাইকে একটি করে সনদ পত্র দেওয়া হয়।

আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) ডা. সিতারা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন গণস্বাস্থ্য রেজিস্ট্রার ড. এস তাসদ্দেক আহমেদ, গণ স্বাস্থ্যকেন্দ্রের মনিটরিং এন্ড ইভালুয়েশন ডিপার্টমেন্টের পরিচালক ডা. তারিকুল ইসলাম, বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আশফাক আহমেদ।

এসময় উপস্থিত আরও ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোঃ রাকিবুল হাসান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মোঃ আরিফ ইসতিয়াক প্রমূখ।

প্রসঙ্গত, গত ১লা মার্চে এই আলোকচিত্র আয়োজন শুরু হয়। ৩১ শে অক্টোবর পর্যন্ত চলে ছবি গ্রহণ। ৪ সদস্যবিশিষ্ট জুরি প্যানেল গঠিক হয় ২০ নভেম্বর। ৩০ নভেম্বর ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

Related Articles

Leave a Reply

Close
Close