বিনোদন
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র সুন্দরীরা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ প্রতিযোগিতায় চ্যাম্পিনসহ অনন্য সুন্দরীরা। শনিবার (২৩ নভেম্বর) রাতে গণভবনে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। এসময় তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের একজন মিঠুন জামান জানান, গতকাল (শনিবার) আমরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। আমাদের সঙ্গে ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক, পরিচালক তাহরিন ফাইয়াজ হক, প্রথম রানারআপ আলিশা ইসলাম, দ্বিতীয় রানারআপ জেসিয়া ইসলাম।
তিনি আরও জানান, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরিন আক্তার শিলা প্রধানমন্ত্রীর কাছে দোয়া নেন। প্রায় ৪৫ মিনিট সময় ধরে প্রধানমন্ত্রী শিলা এবং অন্যান্যদের সঙ্গে আলাপ করেন। এত বড় আয়োজনে বাংলাদেশও প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এ ব্যাপারটা নিয়ে প্রধানমন্ত্রী নিজেও খুশি হয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেশনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন শিলা। তার মাথায় মুকুট পরিয়ে দেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন।