দেশজুড়েপ্রধান শিরোনাম
গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি
ঢাকা অর্থনীতি ডেস্ক: গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, তবে আওয়ামী লীগ গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেন ওবায়দুল কাদের।
১৯৮৭ সালের এই দিনেই স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক শ্লোগানের জীবন্ত পোষ্টার নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ত্বরান্বিত হয়েছিল স্বৈরাচার এরশাদ সরকারের পতন। গণতন্ত্রের জন্য এই আত্মত্যাগ স্মরণে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জানান, নূর হোসেনের মা মরিয়ম বিবি ও ভাই আবুল হোসেন।
সকালে রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শপথ নেন গণতন্ত্র রক্ষায় শহীদ নূর হোসেনের আদর্শ সমুন্নত রাখার।