দেশজুড়েপ্রধান শিরোনাম

গঙ্গার পানি চুক্তি আ.লীগ করেছিল, তিস্তাও করবেঃ সেতুমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিএনপি ক্ষমতায় থাকাকালীন গঙ্গার পানি বন্টনের কথা ভুলে গেলেও আওয়ামী লীগ ভুলে যায় নি। ৯৬ সালে ক্ষমতায় এসে বর্তমান সরকারই গঙ্গার পানি বন্টন চুক্তি করেছিল। আলোচনার মাধ্যমে দ্রুতই তিস্তা পানি বন্টন সমস্যারও সমাধান হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তার দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেন। উদ্বোধন শেষ সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ব্রিফিং এ বিএনপির গণতন্ত্রের প্রকৃতি কেমন- সে কথা জানান ওবায়দুল কাদের। বলেন, তাদের গণতন্ত্র হচ্ছে হাওয়া ভবনের লুটেরা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা এবং নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন সরে যাওয়া।

এসময়, বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। বলেন, কত বছর আগে তাদের কেন্দ্রীয় কাউন্সিল হয়েছিল তা হয়তো ফখরুল সাহেব ভুলেই গেছেন। আসলে বিএনপির সমস্যা হলো তারা এখন বহুধাবিভক্ত নেতৃত্বে, তৃণমূলে নয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close