দেশজুড়েপ্রধান শিরোনাম
‘খয়রাতি’ শব্দ ব্যবহার করায় আনন্দবাজার পত্রিকার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চীন-ভারত সীমান্ত উত্তেজনার মধ্যে বাংলাদেশকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ‘খয়রাতি’ শব্দ ব্যবহারের পর সমালোচনার মুখে নিঃশর্ত ক্ষমা চেয়েছে আনন্দবাজার পত্রিকা।
চীন-ভারত সীমান্ত উত্তেজনার মধ্যে বাংলাদেশকে দেয়া চীনের শুল্কমুক্ত সুবিধাকে ‘খয়রাতি’ শব্দ ব্যবহারের পর সমালোচনার মুখে পড়ে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। পরে সে ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছে কলকাতার দৈনিকটি।
‘ভ্রম সংশোধন’ শিরোনামে ক্ষমা প্রার্থনা করে সংবাদমাধ্যমটি লেখে, ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’ শীর্ষক খবরে (২০-৬, পৃ ৮) খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।’
গত রবিবার আনন্দবাজারে প্রকাশিত একটি সংবাদে বলা হয় ‘চীন লগ্নি ও ‘খয়রাতি’ টাকার বিনিময়ে ভারত ইস্যুতে বাংলাদেশকে কাছে টানতে চায়।
/এন এইচ