দেশজুড়েপ্রধান শিরোনাম
খেলনা রিভলবার নিয়ে চাঁদাবাজি, ভুয়া ডিবি গ্রেফতার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাতক্ষীরায় খেলনা রিভলবার নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় রহমত উল্লাহ বাবু নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের সুলতানপুর বড় বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি খেলনা রিভলবার ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।
আটক রহমত উল্লাহ বাবু জেলার পাটকেঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এএসআই) রবিন জানান, নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শহরের সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে রহমত উল্লাহ বাবু। এ সময় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বাবুকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশী করে একটি খেলনা রিভলবার ও একটি স্টিলের চাকু পাওয়া গেছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।