ভ্রমন

খুলে দেওয়া হয়েছে তাজমহল, প্রথম দর্শনার্থী চীনা নাগরিক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গত মার্চ মাস থেকে বন্ধ থাকার পর সোমবার থেকে খুলেছে তাজমহল। সোমবার ভোর ৫.৩৯ মিনিটে প্রথম দর্শনার্থী হিসেবে একজন চীনা নাগরিক তাজমহলে প্রবেশ করেন৷ ওই নাগরিকের নাম লিয়াং চিয়াচেং৷

সাধারণ সময়ে তাজ মহলে দৈনিক ২০ থেকে ৪০ হাজার দর্শনার্থী ঘুরতে যান৷ করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে দু’টি ব্যাচে সারাদিনে মোট ৫ হাজার দর্শনার্থীকে তাজ মহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ পর পর দু’টি ব্যাচের মধ্যে প্রথম ব্যাচটি চলবে সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত৷ দ্বিতীয় ব্যাচে প্রবেশের সময় বেলা ১২.৩০ থেকে সূর্যাস্ত পর্যন্ত৷

সোমবার মোট ১ হাজার ২৩৫ জন দর্শনার্থী তাজমহলে গিয়েছিলেন৷ তার মধ্যে ২০ জন বিদেশি ছিলেন৷ করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে তাজ মহলে এখন কাউন্টার থেকে টিকিট দেওয়া বন্ধ রয়েছে৷ তার বদলে ই টিকিট কেটে ঢুকতে হচ্ছে দর্শনার্থীদের৷ প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি দর্শনার্থীদের হাত এবং পা ভাল করে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে৷

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close