ভ্রমন
খুলেছে বান্দরবানের হোটেল-মোটেল-রিসোর্ট
ঢাকা অর্থনীতি ডেস্ক: দীর্ঘ ৭৮ দিন বন্ধ থাকার পর বান্দরবানের হোটেল মোটেল ও রিসোর্টগুলো খুলে দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (০৬ জুন) সকালে জীবাণুনাশক ছিটিয়ে হোটেল মোটেলগুলো পরিচ্ছন্ন করেন কর্মচারীরা। দীর্ঘ দিন করোনার কারণে বন্ধ থাকায় চরম লোকসানে পড়তে হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা।
কর্মহীন হয়ে পড়েন ৪৬টি হোটেলের কর্মচারীরা। তবে আগামী ১৫ জুন পর্যন্ত সব কিছু খুলে দেয়ার কথা থাকলেও জেলার পর্যটনকেন্দ্রগুলো এখনো বন্ধ রয়েছে।