স্বাস্থ্য

খুলনা শিশু হাসপাতালে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা অর্থনীতি ডেস্ক: চিকিৎসা সেবা ও মান উন্নত করার লক্ষ্যে খুলনা শিশু হাসপাতালকে ১৫ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের হাতে এ চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

খুলনা শিশু হাসপাতালের চিকিৎসার মান অক্ষুণ্ন রাখা, গরিব ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা বৃদ্ধি, চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান, হাসপাতাল পরিচালনা উন্নত করার জন্য ‘সিড মানি’ হিসেবে ১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কল্যাণ ফান্ড থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়। একই অনুষ্ঠানে প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী, সড়ক দুর্ঘটনা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ কনস্টেবল সজীব আলীর বাবা ও স্ত্রী এবং বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিএনপি কর্মীদের গুলিতে নিহত সাতক্ষীরার নওয়াপাড়া পৌরসভার নির্বাচিত কমিশনার আতিয়ার রহমানের স্ত্রীর হাতেও আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জুয়েল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close