বিশ্বজুড়ে
খুলছে দোকানপাট, স্বাভাবিক হচ্ছে ফ্রান্স
ঢাকা অর্থনীতি ডেস্ক: চলতি মাসের শুরুতে ফ্রান্সের গ্রীনজোনগুলোতে সামাজিক দূরত্বে নির্দেশনা দিয়ে খুলে দেয়া হয় ক্যাফে রেস্তোরাঁ। এবার সারা দেশেই হোটেল-রেস্তোরাঁ অফিস আদালত ও গণপরিবহন খুলে দেয়া হলো। তবে সংক্রমণ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।
তিনি বলেন, “ভাইরাসের বিরুদ্ধে পুরোপুরি জিতে গেছি তা এখনি বলা যাবে না। তবে আংশিক বিজয় হয়েছে, তা বলতেই হবে। আজ থেকে আমাদের প্রায় সবকিছুই চলবে স্বাভাবিক নিয়মে। আমরা সবাই মিলে অর্থনীতিকে পুনরুদ্ধার করবো। কিন্তু করোনা একেবারেই চলে গেছে সেটা ভাবলে চলবে না । সতর্ক থাকতে হবে।”