দেশজুড়ে

খাল থেকে ৬৬ লাখ টাকা উদ্ধা

ঢাকা অর্থনীতি ডেস্ক: লালমনিরহাট জেলা কারাগার সংলগ্ন ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের এক হাঁটু পানির নিচ থেকে এ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে ১০০টি নোট ছিল। টাকাগুলোর পিছনে লেখা ছিল সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল।

স্থানীয় আব্দুস সালাম (৪০) জানান, আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো টাকা আমি হাত দিয়ে নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট।

লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, আমরা পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close