Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব আনছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। আজ ২৮ জানুয়ারি, বুধবারের অধিবেশনে এই শোকপ্রস্তাব আনার কথা রয়েছে।

রাজ্যসভার আজকের দিনের বাজেট অধিবেশনের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। কার্যতালিতা অনুযায়ী আজকের অধিবেশনে প্রয়াত তিন নেতার জন্য শোকপ্রস্তাব আনা হবে। এই তিনজনের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারতের প্রয়াত দুই নেতা রয়েছেন। ভারতের দুই নেতা হলেন সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিক এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন