দেশজুড়ে

খালেদা জিয়ার জামিন খারিজ,শনিবার বিএনপির বিক্ষোভ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সরকারের হস্তক্ষেপে উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন বাতিল হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর জামিন আবেদন খারিজের প্রতিবাদে শনিবার(২৯ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার(২৭ পেব্রুয়ারি) আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও নেতা-কর্মিদের ভীড় ছিলো অন্য যেকোন সময়ের চেয়ে বেশি।তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ছাড়া ছিলেন না অন্য কোন শীর্ষ নেতা।দুপুরে খালেদা জিয়ার জামিন আবেদন আদালত খারিজ করে দিলে প্রতিবাদে অ্যানেক্স ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ক্ষোভ দেখান বিএনপি নেতারা।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জামিন দিবে না এটা দেশের মানুষ জানে সবাই জানে। আমার ব্যক্তিগত অভিমত, যতক্ষন পর্যন্ত রাস্তায় আন্দোলন শক্তিশালী না করা হবে, এ সমস্ত জামিনের আবেদন করা উচিত না।’

সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘বারবারই খালেদা জিয়ার মামলাকে আলাদাভাবে দেখা হয়েছে। এটাকে রাজনৈতিকভাবেই দেখা হচ্ছে। তিনি প্রতিবারই প্রতিহিংসার শিকার হয়েছেন। আজকে সেটাই প্রমাণ হলো।’বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার জামিন প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘ দিন তিনি অসুস্থ। তবে এ অসুস্থতার বিষয়টি আমলে নিচ্ছেন না আদালত। সরকার আইন আদালতকে সঠিকভাবে কাজ করতে দেয় না। তাই আজ এ অবস্থা।’

সরকার প্রতিহিংসা চরিতার্থ করছে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের নির্দেশে বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। ২৯শে ফেব্রুয়ারি আগামী শনিবার(২৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close