বিশ্বজুড়ে

খাবার দিতে দেরি হওয়ায় মাকে কুপিয়ে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে গণেশ(৩৫) নামে এক যুবক খাবার দিতে একটু দেরি হওয়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে।

মাকে বাঁচাতে বোন এগিয়ে আসলে তাকেও ছুরিকাহত করে ওই যুবক। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

মহারাষ্ট্রের বাঘোলিতে শনিবার এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত গণেশ বাঘোলির গণেশনগর এলাকায় একটি ফ্ল্যাটে মা লীলাবাঈ শ্যামরাও চহ্বাণ এবং বছর ছাব্বিশের বোন প্রিয়ার সঙ্গে থাকতেন তিনি।

পুালিশ জানায়, একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন গণেশ। শনিবার রাত ৮টার দিকে বাড়ি ফিরেন তিনি।

কিন্তু ফিরে দেখেন, তখনও খাবার তৈরি হয়নি। তা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হায় তার। আর তাতেই মেজাজ হারান গণেশ। রান্না ঘর থেকে ছুরি এনে মাকে আঘাত করেন।

বাধা দিতে এলে বোন প্রিয়াকেও কোপান গণেশ। সেই সময় চিৎকার-চেঁচামেচি শুনে ফ্ল্যাটে ছুটে আসেন প্রতিবেশীরা।

গুরুতর জখম অবস্থায় লীলাবাঈ এবং প্রিয়াকে উদ্ধার করে স্থানীয় লাইফলাইন নামে হাসপাতালে নিয়ে যান তারা।

সেখানে লীলাবাঈকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তবে প্রাণে বেঁচে যান প্রিয়া। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close