কৃষিশিল্প-বানিজ্য

খাদ্যশস্য সংগ্রহে দেশব্যাপী অ্যাপস চালু হচ্ছে; খাদ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: সরকারি ভাবে খাদ্যশস্য সংগ্রহে আগামীতে সারাদেশ ডিজিটাল অ্যাপসের ব্যবহার চালু করা হবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, এবার আমন মৌসুমে পরীক্ষামূলক ভাবে ১৬টি উপজেলায় অ্যাপসের ব্যবহার শুরু করা হয়। পাইলট স্কীমে সফল হওয়ায় এটি সারাদেশে ছড়িয়ে দেয়ার চিন্তা করা হচ্ছে।

শুক্রবার ( ২৭ ডিসেম্বর) সকালে নওগাঁয় আমন ধান চাল সংগ্রহ সংগ্রহের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী বোরো মৌসুমে সরকারিভাবে ধান চাল কেনার পরিমাণ বাড়ানো হবে। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও চালকল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close