বিশ্বজুড়ে

ক্ষুধা মেটাতে রক্তের স্যুপ খাচ্ছে ভেনিজুয়েলার মানুষ!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ভেনেজুয়েলায় চলছে লকডাউন। এতে অনেকে চাকরি হারিয়ে চরম অবস্থায় পড়েছে। ক্ষুধা মেটাতে কেউ কেউ খাচ্ছে গরুর রক্ত। খবর রয়টার্স।

দেখা যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সান ক্রিস্টোবালের কসাইখানায় লাইন ধরে দাঁড়িয়েছে চরম দরিদ্র মানুষ। বিনামূল্যে প্রোটিন সংগ্রহ করতে গবাদি পশুর রক্ত নিতে তারা লাইনে দাঁড়িয়ে আছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০ বছর বয়সী মেকানিক আলেয়ার রোমেরো সপ্তাহে দুই বার কসাইখানায় যান। তিনি স্থানীয় একটি গ্যারেজে চাকরি করতেন। সম্প্রতি চাকরিটি হারিয়েছেন।সান ক্রিস্টোবাল কসাইখানাতে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন লোক গবাদিপশুর রক্ত নিতে আসেন। অথচ মহামারির আগে এসব রক্ত ফেলে দেওয়া হতো।

গরুর রক্ত ভেনেজুয়েলার ঐতিহ্যবাহী ‘পিচন’ সুপের একটি উপাদান। এদিকে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সংকটে প্রতিবেশী কলম্বিয়াতেও এই সুপের প্রতি ঝুঁকছেন অনেকে। ভেনেজুয়েলানরা নিজেদের মাংসাশী জাতি হিসেবে গর্ব করেন। কিন্তু বর্তমানে মাংসের বদলে রক্ত খেতে হচ্ছে বলে অনেকেই খুশি নন। যদিও সেখানে এক কেজি গরুর মাংসের দাম ন্যূনতম মজুরির দ্বিগুণ। ছয় বছর ধরে দেশটির অর্থনীতি খারাপ অবস্থা। বর্তমানে মহামারির কারণে তা আরো খারাপ হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close