বিশ্বজুড়ে

ক্লাসে ঢুকে ছাত্রের ঘাড়ে থাবা মারলো চিতাবাঘ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের এক স্কুলপড়ুয়া ক্লাস করতে গিয়ে চিতাবাঘের মুখে প্রাণ যেতে বসেছিল।

আলিগড়ের নিহাল সিংহ ইন্টার কলেজের লাকি রাজ সিংহ নামে ওই পড়ুয়া ক্লাসঘরে ঢুকে পড়া একটি চিতাবাঘের হামলায় আহত হয়েছেন। ক্লাসঘরে চিতাবাঘ ঢোকার সেই রোমহর্ষক সেই দৃশ্য ধরা পড়েছে স্কুলের সিসিটিভি ক্যামেরায়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত সোমবার (২৯ নভেম্বর) সকালে হঠাৎই চিতাবাঘটি স্কুল চত্বরে ঢুকে পড়ে। কয়েকজন পড়ুয়া তাকে দেখে ফেলার পর হট্টগোল শুরু হওয়ায় ছুটে ১০ নম্বর ঘরে ঢুকে পড়ে। দরজার সামনেই তার নজরে পড়ে যায় লাকি। তাকে দাঁত-নখের আঘাতে ক্ষতবিক্ষত করে চিতাবাঘটি।

লাকির কথায়, ক্লাসে ঢুকতে গিয়ে হঠাৎ সামনে দেখি চিতাবাঘ! সবাই হুড়োহুড়ি করে পালানোর চেষ্টা করছিল। সে সময় হঠাৎই চিতাবাঘটি আমাকে আক্রমণ করে।

নিহাল সিংহ ইন্টার কলেজের অধ্যক্ষ যোগেশ যাদব জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরায় চিতাবাঘটির অবস্থান দেখে স্কুলের দরজা বন্ধ করে সেটিকে বন্দি করা হয়। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা গিয়ে বন্যপ্রাণীটিকে উদ্ধার করে।

যোগেশ আরও বলেন, আহত ছাত্রটির আঘাত গুরুতর নয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সে এখন ভালো আছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close