আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ক্রেতা সেজে আশুলিয়ায় কোটি টাকার জাল নোটসহ ৩ জন আটক (ভিডিও সহ)
নিজস্ব প্রতিবেদক: ৫ দিনের পরিকল্পনা ও অভিযান শেষে আশুলিয়ায় কোটি টাকার জাল টাকা নোটসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৪ এর একটি দল। এসময় জাল টাকা তৈরিতে ব্যবহৃত কম্পিউটার- প্রিন্টার, টাকা ছাপানোর নকল কাগজ ও কালি উদ্ধার করা হয়।
বুধবার ( ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নবীনগরে র্যাব ৪ এর সিপিসি-২ ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য দেয়া হয়। এর আগে দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদেরকে আটক করে র্যাব।
জাল টাকার কারবারি হলো- আশুলিয়ার কুটুরিয়া থেকে সেকেন্দার, সাভার সোবাহানবাগের নাহিদ, রাজশন থেকে রিপন,
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, নিজেরা ক্রেতা সেজে জাল টাকা কেনার ফাঁদ পেতে আমতলা এলাকায় অভিযান চালায় র্যাব। পরে সেখান থেকে একজন আটক করা হয়। তার দেয়া তথ্যে বাকী দুইজন আটক করা হয়।
দীর্ঘদিন ধরে এই চক্রটি জাল টাকার ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভিডিও দেখুন: