তথ্যপ্রযুক্তি
ক্রেডিট কার্ড ছাড়া কিস্তিতেই কেনা যাবে স্যামসাং স্মার্টফোন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ক্রেডিট কার্ড ছাড়া সহজেই স্যামসাংয়ের স্মার্টফোন কিস্তিতে কেনা যাবে। কিস্তির সময় হবে ছয় মাস হতে এক বছর। সুবিধাটি পেতে লাগবে এনআইডি আর কিস্তির সময় অনুযায়ী অগ্রিম চেক।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিশ্বখ্যাত কোম্পানিটি।
দেশে হ্যান্ডসেট সংযোজন কারখানা স্থাপনের এক বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন করেছিল স্যামসাং বাংলাদেশ এবং প্রতিষ্ঠানটির দেশীয় অংশীদার ফেয়ার ইলেক্ট্রনিক্স। এতে বক্তব্য রাখেন ফেয়ার ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন।
রুহুল আলম আল মাহবুব জানান, খুব শিগগিরই তারা এই সুবিধা চালু করবেন। ৬ হতে ১২ সপ্তাহের মধ্যে দেশের সব বড় শহরগুলোতে এটি পাইলটিং হিসেবে আসছে। এত সহজে এই সুবিধা দিতে গিয়ে টাকা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনে হ্যান্ডসেটটি লক করে দিতে পারবেন তারা।