বিনোদন

ক্রিসমাসের দিনে বিকিনি পরে সমালোচিত বাঙালী অভিনেত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: ২৫শে ডিসেম্বর ক্রিসমাসের দিনে বাঙালি অভিনেত্রী মৌনী রায় বিচে বিকিনি পরিহিত কিছু ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। তার পরণে লাল বিকিনি, আর চোখে সানগ্লাস। নানা পোজে তার ছবিগুলো এরইমধ্যে ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই তার নতুন ছবিগুলিতে হু হু করে লাইক পড়তে শুরু করেছে। মাত্র ৩০ মিনিটে লাইকের সংখ্যা প্রায় ৫০,০০০ ছাড়িয়েছে। ছবির বিপরীতে পড়ছে অসংখ্য কমেন্ট। কেউ প্রশংসা করছেন আবার কেউ সমালোচনাও করছেন। তবে সমালোচনায় পাত্তা না দিয়ে চুপ থেকেছেন মৌনী।

ক্রিসমাস মানেই উৎসবের মৌসুম, ছুটির মৌসুম। ভরা ঠাণ্ডায় বলিউডেও তাই উষ্ণতার আমেজ। আর সেই আমেজে নিজেকে মেলালেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। পড়াশুনা ছেড়ে ঝুঁকি নিয়েই বলিউডে স্ট্রাগল শুরু করেছিলেন। ছোটপর্দায় অভিনয়, একের পর এক রিয়্যালিটি শো পার করে আজ তিনি যথেষ্ট জনপ্রিয় মুখ। কোচবিহারেই জন্ম মৌনীর। তার দাদু শেখর চন্দ্র রায় একজন প্রখ্যাত থিয়েটার আর্টিস্ট ছিলেন, তার মা মুক্তিও ছিলেন থিয়েটারের শিল্পী। বাবা অনিল রায় কাজ করতে কোচবিহার জেলা পরিষদে। কোচবিহারের কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছেন মৌনী। এরপর পড়াশোনা করতে দিল্লি যান।

বাবা-মায়ের ইচ্ছেতেই জামিয়া মিলিয়া ইসলামিয়ায় মাস কমিউনিকেশন পড়তে শুরু করেন তিনি। কিন্তু অভিনয়ের টানে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগে বহু কাজ করেছেন মৌনী। তার প্রথম অভিনয় ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। এরপর তিনি জারা নাচকে দিখাও তে করিশ্মা তন্না ও জেনিফার উইংগেটের সঙ্গে প্রথম সিজন জিতে নেন। ২০১৫ সালে একতা কাপুরের অতিপ্রাকৃত সিরিজ নাগিনে শিবানীর ভূমিকায় তিনি বেশ জনপ্রিয় হয় ওঠেন।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close