খেলাধুলা

ক্রিকেটার মুশফিকের বাবা-মা করোনায় আক্রান্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা ও মা। বাবা মাহবুব হাবিব ও মা রহিমা খাতুন দু’জনকেই বগুড়া থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মা-বাবার অসুস্থতার খবর শুনেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ না খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক।

বিসিবি মিডিয়া ম্যানেজারের পক্ষ থেকে জানা যায়, ‘এ মুহূর্তে মুশফিক এবং তাঁর পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এ মুহূর্তে এটাই সবচেয়ে জরুরি। এ কারণেই দ্রুত সে দেশে ফিরে যাচ্ছে। তার পরিবারের প্রতি পুরোপুরি সহানুভূতি ও শুভেচ্ছা রইল।’

জিম্বাবুয়ে সফরের আগে থেকেই আলোচনায় মুশফিক। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে না খেলার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন তিনি। মুশফিকের সে আবদার মেনে তাকে ছুটিও দিয়েছিল বিসিবি।

Related Articles

Leave a Reply

Close
Close