দেশজুড়েপ্রধান শিরোনাম

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ৭ পুলিশের নামে মামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে বায়েজিদ থানার সাবেক ও বর্তমান ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী।

বুধবার(১৯ ফেব্রুয়ারি) বিকেলে, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দীন মুরাদের আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদ ইয়াছিন। মামলায় বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, এসআই আফতাব, এএসআই ইব্রাহিম, এএসআই মিঠুন নাথ, কনস্টেবল রহমান ও সাইফুলকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সিএমপির অতিরিক্ত কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছে।

ওই ব্যবসায়ীর অভিযোগ, ২০১৯ সালের ২০শে সেপ্টম্বর খুলশী এলাকা ও চলতি বছরের চৌঠা ফেব্রুয়ারি বায়েজিদ অনন্যা আবাসিক এলাকা থেকে তাকে দুই দফা তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১১ লাখ টাকা আদায় করে অভিযুক্তরা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close