প্রধান শিরোনামবিশ্বজুড়ে

ক্যালিফোর্নিয়ায় দাবানলঃ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। বুধবার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার কোলিঙ্গা শহরের কাছে দাবানল নেভাতে হেলিকপ্টারটি থেকে পানি ছেটানো হচ্ছিল। হেলিকপ্টাররে পাইলট একাই ছিলেন।

শনিবার থেকে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর নিকটবর্তী এলাকায় দাবানল ভয়াবহ আকার ধারণে করেছে। বর্তমানে এটা খুবই বিপদজনক হয়ে উঠেছে কারণ প্রতি ঘণ্টায় ২৬ মাইল বেগে ছড়াচ্ছে এই আগুন। ফলে হাজার হাজার মানুষ ওই অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত অন্তত ৩০ টি দাবানলের সন্ধান পেয়েছে দমকল বাহিনী। দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন স্থানীয় গভর্নর। আগুনে বৈদ্যুতিক তার পুড়ে যে কোনো সময় হতে পারে বড় ধরণের বিদ্যুৎ বিভ্রাট, নতুন করে আরো বিভিন্ন অংশে আগুন লাগতে পারে বলে আশঙ্কা দমকল বাহিনীরা। তাই এসব এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দাবানলে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে দেশটির ভ্যাকাভিল শহর। প্রায় এক লাখ বাসিন্দার ভ্যাকাভিল শহরটি সান ফ্রান্সিসকো ও স্যাকরামেনটো এলাকার ভেতরে পড়েছে। ভ্যাকাভিল থেকে লোকজনকে সরিয়ে নিতে রাতভর কাজ করেছেন শহরের কর্মকর্তারা।

প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, ভ্যাকাভিল শহরের ৫০টি ভবন আগুনে পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫০টি স্থাপনা।

চলতি বছর যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় দাবানলের সংখ্যা কিছুটা কম। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, এ বছর দাবানলে গত বছরের তুলনায় প্রায় ১৪ লাখ একর কম ভূমি পুড়েছে। তবে, আগামী মাসে দাবানলের গতি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close