দেশজুড়েপ্রধান শিরোনাম
ক্যাবল টিভি খাতকে ডিজিটাল করার দাবিতে মানববন্ধন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ক্যাবল টিভি খাতকে ডিজিটাল করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাকা মহানগর ক্যাবল টিভি ফিড অপারেটরস।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, ‘ক্যাবল টিভি খাত ডিজিটাল করার পরিকল্পনা সরকারের থাকলেও তার বাস্তবায়ন এখনো হয়নি। ক্যাবল টিভি খাতে নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত বাস্তবায়নে ফিড অপারেটরদের অন্তর্ভূক্ত করতে হবে।’
মানববন্ধনে সেট টপ বক্সের ন্যায্য মূল্য নির্ধারণ, ক্যাবল টিভি খাতকে প্রযুক্তিভিত্তিক শিল্প ঘোষণা এবং ক্যাবল অপারেটর সহজে ব্যাংক ঋণের সুবিধা দেয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে, ডিটিএইচ-এর ডিস লাইনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং সকল প্রকার ব্যঙ্গাত্মক ও সম্মান হানিকর বিজ্ঞাপন বন্ধ করার দাবি জানান ‘ঢাকা মহানগর ক্যাবল টিভি ফিড অপারেটর’স।