দেশজুড়ে
ক্যান্সারে আক্রান্ত জবা পেল প্রধানমন্ত্রীর উপহার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ক্যান্সারে আক্রান্ত হবিগঞ্জের চুনারুঘাটের জবা তাঁর বসতঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহার হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ পেল। জবা এ সহায়তা পেয়ে খুব খুশি।
সোমবার বিকেলে চুনারুঘাট পৌরসভার আমকান্দি গ্রামের আমির আলীর মেয়ে জবার বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন চুনারুঘাটের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, চুনারুঘাট উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ১০০টি পরিবারকে প্রধানমন্ত্রী নতুন ঘর তৈরি করে দেবেন। জবাকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হলো।
/আরএম