তথ্যপ্রযুক্তি
ক্যানসার চিকিৎসায় নতুন গবেষনায় চিকিৎসকেরা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ক্যানসার চিকিৎসায় আরও সুখবর আসতে পারে শিগগিরই। গবেষকেরা কেমোথেরাপি দেওয়ার নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা শুরু করেছেন। যুক্তরাজ্যে ক্যানসার টিউমারে নির্দিষ্ট লক্ষ্যে কেমোথেরাপি পৌঁছানোর উদ্ভাবনী উপায় নিয়ে কাজ করছেন একদল চিকিৎসক।
চিকিৎসকেরা বলছেন, বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের উপায়ে কেমোথেরাপি প্রয়োগ করা হচ্ছে। এ পদ্ধতিতে ক্যানসারের আরও উন্নত চিকিৎসা হওয়ার সম্ভাবনা রয়েছে। রোগীর পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম হতে পারে।
যুক্তরাজ্যের রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টে অ্যাকোয়াস্টিক ক্লাস্টার থেরাপি নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকেরা, যা মূলত আলট্রাসাউন্ড তরঙ্গ ও মাইক্রোসকপিক ক্লাস্টারের মাধ্যমে টিউমারে কেমোথেরাপি ওষুধ পৌঁছে দেয়। এতে আশপাশে থাকা সুস্থ কোষের ক্ষতি হয় না।
হাসপাতালে পরীক্ষামূলকভাবে ক্যারেন চাইল্ডস নামের এক নারীকে এ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর যকৃতে টিউমারের সমস্যা রয়েছে।
গবেষকেরা বলছেন, এখনই চিকিৎসা পদ্ধতি সফল তা পুরোপুরি বলার সময় আসেনি। এ পদ্ধতির বিস্তৃত ব্যবহারের আগে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
/এন এইচ