খেলাধুলা

কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নেমেছে শ্রীলঙ্কা দল

ঢাকা অর্থনীতি ডেস্ক: হোটেলে ৩ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে মাঠের অনুশীলনে নেমেছে শ্রীলঙ্কা। বুধবার সকালে বাংলাদেশের প্র্যাকটিস শেষ হতে দুপুর ২টা থেকে প্রায় তিন ঘন্টা নিজেদের ঝালিয়ে নিয়েছে দল। প্রথম ওয়ানডের আগে আরও দুই সেশন অনুশীলন করবে লঙ্কানরা, এছাড়াও খেলবে একটা প্রস্ততি ম্যাচ।

তিনদিনের কোয়ারেন্টিন শেষ। করোনা পরীক্ষায় নাই কোন ঝামেলা, দলের সবাই নেগেটিভ। অবশেষে মাঠে শ্রীলংকা। দলটা তরুণ। বেতন নিয়ে বোর্ডের সাথে চলছে দ্বন্দ। থিরিমান্নে, করুণারত্নে, ম্যাথুজ, চান্ডিমালরা তাই ঢাকা আসেন নি। ক্যাপ্টেন্সির দায়িত্বে কুশাল পেরেরা, ওকে সহযোগিতা করবেন কুশাল মেন্ডিস। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও সেটা পুষিয়ে নিতে মাঠে বেশ ঘাম ঝড়িয়েছে লঙ্কানরা।

২৩ তারিখ ম্যাচ। হাতে সময় কম। বাংলাদেশ আর শ্রীলংকার কন্ডিশনে আকাশ পাতাল তফাৎ নেই। আবহাওয়ার সাথে উইকেটও দুই দেশের কাছাকাছি। মানিয়ে নিতে তাই খুব একটা সমস্যা নাই। তারপরও ঘন্টা তিনেকের অনুশীলনে লংকানরা বেশ সিরিয়াস। ফিটনেস ট্রেইনিংয়ের সাথে সমান তালে চলেছে ব্যাট বলের অনুশীলনও।

Related Articles

Leave a Reply

Close
Close