বিশ্বজুড়ে

কোয়ারেন্টাইন ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক সাতদিনের হোম কোয়ারেন্টাইন বাতিল ঘোষণা করেছে ভারত।

১৪ ফেব্রুয়ারি থেকে এ নতুন নিয়ম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্রমণকারীদের জন্য নতুন এ নির্দেশিকা জারি করেছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীদের আগমনের ১৪ দিন স্বাস্থ্যের স্ব-নিরীক্ষণ করতে হবে। সেইসঙ্গে তাদের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে আলাদাভাবে থাকতে হবে। সব যাত্রীর আগমনের সময় তাপীয় স্ক্রিনিং করা হবে এবং উপসর্গ পাওয়া গেলে একটি মেডিকেল সুবিধায় আলাদা করা হবে।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ১২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬ হাজার ৫৪৯ জনের।

এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৪০তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Related Articles

Leave a Reply

Close
Close