খেলাধুলা
কোহলির হাতে ভন ধরিয়ে দিলেন ‘প্লেনের টিকিট’!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বিরাট কোহলির ভারত। অবশ্য বেশ রাখঢাক করেই বিশ্বকাপে পা রেখেছিলো দলটি। কিন্তু তাদের এমন বিদায়ে অনেকে যেমন কষ্ট পেয়েছেন আবার অনেকেই কিছুটা তামাশা করতেও ছাড়ছেন না।
বিশ্বকাপের শুরুর দিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ভারতীয় অধিনায়কের একটি ছবি পোস্ট করে। হাতে আঁকা সেই ছবিতে, কোহলি রাজপোশাকে সিংহাসনে বসে আছেন। তার পেছনে একটি বোর্ডে লেখা বিশ্বকাপ ১৯৮৩, ২০১১। ছবিতে কোহলির হাতে ছিলো ব্যাট ও বল।
সে সময় ভারতীয় সমর্থকরা এই ছবির প্রতি সমর্থন জানালেও আবার অনেকেই আইসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর সেই ছবিই হয়ে ওঠে হাস্যরসাত্মক।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন সে ছবি নিয়ে একটি টুইট করেন। তবে ছবিতে এবার কোহলির হাতে ব্যাটের পরিবর্তে প্লেনের টিকিট বসানো। ভনের সেই টুইটের নিচে রিটুইটে অনেকেই মজায় মেতে উঠেছেন।
/আরএম