প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এ্যান্ড স্কুল এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

এসময় আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমূখী এবং উদ্ভাবনী চিন্তা চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন সেনা প্রধান।

সম্মেলন শেষে সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে সিএমপি এর ১৭ জন বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মরনে বিজয় চেতনা নামের একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন, সেই সাথে মেজর জেনারেল জয়নুল আবেদীন অডিটোরিয়াম এর নামফলক উম্মোচন করেন সেনা প্রধান। এছাড়া সেখানে তিনি ছাতিয়ান নামের একটি গাছের চারা রোপন করেন। এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close