দেশজুড়েপ্রধান শিরোনাম

কোরবানির সময় আহত দুই শতাধিক

ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রতিবছরই কোরবানির সময় অসাবধানতার কারণে আহত হন অনেকে। এবারও কোরবানি দিতে গিয়ে রাজধানীসহ আশপাশের জেলার প্রায় দুই শতাধিক লোক আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কোরবানির সময় অসাবধানতায় অনেকেরই হাত-পা অথবা শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। এছাড়া গরুর শিংয়ের আঘাতেও আহত হয়েছেন বেশ কয়েকজন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দুপুর পর্যন্ত প্রায় ২০০ জন লোক কোরবানির দেয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাজধানীর হাজারীবাগ, ধানমন্ডি, রামপুরা, বনশ্রী, মিরপুর, পুরান ঢাকাসহ অনেক জায়গা থেকেই কোরবানি দেয়ার সময় লোকজন আহত হয়ে হাসপাতালে এসেছে।

আহতদের অধিকাংশই নিজেদের গরু কোরবানি দেয়ার সময় অসাবধানতাবশত ছুরি হাত বা পায়ের ওপর দিয়ে চলে যাওয়ায় কেটে গেছে। আবার ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে বেশ কিছু আহত এসেছেন যাদেরকে স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও রক্ত বন্ধ না হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Close
Close