দেশজুড়ে

কোরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে সাতক্ষীরায় জয়ন্ত মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) ভোর রাতে আশাশুনি উপজেলার বুধহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়ন্ত ওই গ্রামের ভবানী চরন মন্ডলের ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জয়ন্ত মন্ডল। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় আজ (বুধবার) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল (মঙ্গলবার) জয়ন্ত মন্ডল ফেসবুকে এই মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Close
Close