দেশজুড়ে
কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ আটক ২
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়াণগঞ্জের কাঁচপুর থেকে কোটি টাকা মূল্যের সরকারি বৈদ্যুতিক তারসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৯ জুন) রাতে র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার সকালে নারায়াণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে ১৬ হাজার ৩০ কেজি বৈদ্যুতিক তারসহ গোলাম মাওলা কায়েস (৫০) ও ইবনে সাইদ রেজা (২৫) নামে দু’জনকে আটক করা হয়েছে। বৈদ্যুতিক তারগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা।
আটক দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কায়েসের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কুলাপাড়া এলাকায় এবং রেজার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আড়াঢিঘাল এলাকায়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তারা পরস্পর দীর্ঘদিন ধরে কায়েসের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি বৈদ্যুতিক তার অবৈধভাবে সংগ্রহ করে তা কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুদ করতো। বৈদ্যুতিক তারগুলো মূলত সরকারি বিদ্যুৎ বিভাগের সম্পত্তি। নানাভাবে অবৈধ পন্থায় চোর চক্রের মাধ্যমে সরকারি বৈদ্যুতিক তারগুলো সংগ্রহ করা হতো। পরে বৈদ্যুতিক তার থেকে রাবারের কাভার খুলে কেটে অ্যালুমিনিয়াম হিসেবে কেজি দরে বিভিন্ন কারখানায় বিক্রি করতো তারা।
আটক কায়েসের নামে একই অপরাধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।