দেশজুড়ে
কোটি টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বান্দরবানে অভিযান চালিয়ে কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদর থানাধীন হিলবার্ড বোডিংয়ের ধনেশ পাখি চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে র্যাব র্যাব-৭।
আটককৃতরা হল- মংসাও মারমা (২৮) ও পাইনসাসিং মারমা (৪০)।