খেলাধুলা
কোচ হয়ে বাংলাদেশে আসছেন জিম্বাবুয়ের টাইবু
ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ের বন্ধু জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ান ক্রিকেটাররাও সচরাচর পরিচিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে। সেই দলেরই একজন অন্যতম সদস্য টাটেন্ডা টাইবু। এদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত একটি নাম। তিনি জিম্বাবুয়ে দলের সাবেক অধিনায়ক।
এর আগে ক্রিকেটার হিসেবে বাংলাদেশ সফর করেছেন বহুবার। তবে এবার ক্রিকেটার হিসেবে নয়, নতুন পরিচয়ে বাংলাদেশে আসছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। এবার আসছেন কোচ হিসেবে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে টাটেন্ডা টাইবুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিদেশি কোচ নিয়োগের অনুমতি চাওয়ার পরই এই সিদ্ধান্ত এসেছে বলে বিকেএসপি সূত্রে জানা গেছে।
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন টাইবু। খেলা ছাড়ার পর কোচিং পেশায় যোগ দিয়েছেন তিনি।