দেশজুড়ে
কেরাম খেলায় অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত ২৫
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কেরাম খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’দল গ্রামবাসীর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার (৬ জুলাই) বিকালে কেরাম খেলাকে কেন্দ্র করে হাজীপুর গ্রামের পূর্বপাড়ার আবেদের সঙ্গে পশ্চিম পাড়ার শরিফ মিয়ার হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার রাতে উভয়পক্ষ সালিশে বসে। সালিশে বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।