দেশজুড়েপ্রধান শিরোনাম
কেরানীগঞ্জের অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯ জন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধদের মধ্যে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো ৯ জন। এছাড়া, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরো ২৬ জন।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নাগাদ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি অবৈধ ছিলো বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম ইউজ) প্লস্টিকের গ্লাস ও প্লেট তৈরীর কারখানাটির শ্রমিকরা বিকালের দিকে হঠাৎ কারখানার ভিতরে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তত সময়ে কারখানার অন্তত ৩০ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরন করা হলে সেখানে একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, তদন্ত ছাড়া আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে বলা সম্ভব নয়। তবে প্রাথমিক ধারনা গ্যাস সিলিন্ডারের লিকেজ বা বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে।
এদিকে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। চিকিৎসকরা জানান, দগ্ধদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে।