জীবন-যাপন

কেমন মানুষদের বুদ্ধি বেশি হয়?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কার বুদ্ধি বেশি, এই ব্যাপারটি নির্ভর করে মস্তিষ্কের গঠনের ওপর। এই কথা সবারই জানা। তবে সাম্প্রতিক গবেষণা শেষে ভিন্ন কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা। গবেষণা বলছে, বুদ্ধিমত্তা কেবল মস্তিষ্কের ওপর নির্ভর করে না। বরং দেহের বিভিন্ন অংশ দেখেই ধারণা করা যায়, কার বুদ্ধি বেশি, কার কম।

দেহের তুলনায় বড় মাথা- 

ব্রিটেনের প্রায় ৫ লাখ মানুষের অংশগ্রহণে একটি সমীক্ষা করা হয়। সেখানে তাদের রক্তের নমুনা, প্রস্রাব, লালা ইত্যাদি সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আর তাতে দেখা যায়, শৈশবে যাদের দেহের তুলনায় মাথা বড় হয়, তাদের পড়াশোনার প্রতি ঝোঁক থাকে বেশি। এমন মানুষদের কলেজ ডিগ্রি পাওয়ার হারও তুলনামূলক বেশি।

বাঁহাতি- 

এথেন্স বিশ্ববিদ্যালয়ের ১০০ জন পড়ুয়ার ওপর চালানো হয় একটি সমীক্ষা। এতে অংশ নেওয়া অর্ধেক বাঁহাতি। এই সমীক্ষায় দেখা যায়, যারা বাঁহাতি তাদের স্মৃতিশক্তি বেশি হয়। এরা মানসিকভাবে তুলনামূলক বেশি নমনীয় হয়ে থাকে।

লম্বা পা- 

ব্রাউন এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, লম্বা মানুষরা বেশি স্মার্ট হয়ে থাকে। জীবনে সফল হওয়ার সম্ভাবনা তাদেরই বেশি হয়।

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close