করোনাশিক্ষা-সাহিত্য
কৃষকের পাকা ধান কেটে দিল জাবি ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদকঃ এবছর ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। কিন্তু করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় কৃষকের পামে দাড়ালেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর তত্ত্বাবধানে জেলার চাঁচড়া ইউনিয়নের করিচিয়া গ্রামে সামাজিক দূরত্ব মেনে ২০/২৫ জন নেতাকর্মী কৃষকের জমির পাকা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী খোন্দকার নাঈম-ঊল-ইসলাম।
এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন “ ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ছাত্রদের অধিকার আদায় হলেও দেশের বর্তমান ক্রান্তিলগ্নে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে প্রতিটি ইউনিট কৃষকের পাশে এসে দাড়িয়েছে।তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের প্রায় সকল নেতা কর্মী দেশের বিভিন্ন জেলয় স্ব স্ব অবস্থানে থেকে কেন্দ্রের নির্দেশনায় কাজ করার চেষ্টা করে যাচ্ছে।”এছাড়া তিনি অন্যান্য সকল ইউনিটকেও দ্রুত এগিয়ে আসার আহবান জানান।
উপকারভোগী ঔ কৃষক জানান, শ্রমিক সংকটের কারণে তারা ধান কাটতে পারছিলেন না। ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে তাদের জমির ধান কেটে ঘরে এনে দিয়েছেন। এজন্য তিনি ছাত্রলীগকে ধন্যবাদ জানান।
ধান কাটায় অংশ নেন যশোর পৌর ছাত্রলীগের সদস্য আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, শুভ্র জ্যোতি মিত্র, ঢাবি জহুরুল হক হলের সাবেক সহ সভাপতি শেখ রিজওয়ান আলী, নুরুল ইসলাম নাহিয়ান, রিয়াদ হোসেন, বুলবুল হাওলাদার, শুভ গোস্বামী মৃন্ময়, বিন আমিন হাওলাদার, ইয়াসিন আরাফাত,চাঁচড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।
/আরএম