দেশজুড়ে
কুয়েত-চট্টগ্রাম সরাসরি বিমান ফ্লাইট চালু হচ্ছে ৩০ অক্টোবর
ঢাকা অর্থনীতি ডেস্ক: মধ্যপ্রাচ্য কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট চালু হচ্ছে। এরআগে সরাসরি এমন কোন বিমানের ফ্লাইট না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রায় লক্ষাধিক কুয়েত প্রবাসী।
দীর্ঘদিন থেকে কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইটের দাবি করে আসছিলেন।
বিভিন্ন সময় কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা তাদের দাবি কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন। অবশেষে চট্টগ্রাম প্রবাসীদের দাবি পূরণ হতে যাচ্ছে। এ মাসে অক্টোবরের ৩০ তারিখে প্রথম ফ্লাইট বিজি- ১৪৪ কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।
কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সপ্তাহে একদিন বুধবার কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট ৩০ অক্টোবর, ২০১৯ থেকে চালু হবে।