শিক্ষা-সাহিত্য
কুয়েটে রোবটিক্স প্রতিযোগিতায় আবারও চ্যাম্পিয়ন ‘ডুয়েট’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত ন্যাশনাল মেকানিক্যাল ফেস্ট-ইগনিশন’১৯ প্রতিযোগিতায় লাইন ফলোয়িং রোবট সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর টিম ‘ডুয়েট রবো জিব্যাক’।
শনিবার (২৮ সেপ্টেম্বর) কুয়েটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী এই টেকনোলজিক্যাল ফেস্টের মোট ৮টি সেগমেন্টে সারা দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় পাঁচশত প্রতিযোগী অংশ নেয়।
এ বিষয়ে টিম লিডার শুভ বলেন, অনেক দিন পর আবার কম্পিটিশনে ফিরেছি, চ্যাম্পিয়ন দিয়ে আবার শুরুটা টিমের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে।
টিমের সদস্য রেজাউল করিম বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই নিয়ে টিম জিব্যাকের ঝুলিতে মোট ১৪টি সাফল্য রয়েছে। যার মধ্যে ৮টি চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে।
আরেক সদস্য লিমন বলেন, দেশকে এগিয়ে নিতে প্রযুক্তি খাতে উন্নয়নের বিকল্প নেই, এ দিকে লক্ষ্য রেখেই টিম জিব্যাকের পথচলা, ভবিষ্যতে দেশের জন্য কাজ করে যেতে চাই।
প্রসঙ্গত, গত ইগনিশন’১৮ তেও একই সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল টিম জিব্যাক। এই টিমের সদস্যরা ছিল পুনম চৌধুরী শুভ, মো. রেজাউল করিম, লতিফুর রহমান লিমন ও হামিদুর রহমান। তাদের সবাই ডুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত।