দেশজুড়ে
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুুরিকাঘাতে যুবক নিহত
ঢাকা অর্থনীতি ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীর চরসাদীপুরের ঘোষপুরে ওয়াজ মাহফিলে আসা নারীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে মো. মান্না (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মান্না উপজেলার গোবিন্দপুর গ্রামের জামাল খানের ছেলে।
চরসাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, গতকাল শুক্রবার রাতে ঘোষপুর জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল চলাকালে আসা নারীদের কয়েকজন বখাটে ইভটিজিং করে। পরে মান্না ইভটিজিং এর প্রতিবাদ করলে কয়েকজন বখাটে তাকে ছুুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠনোর প্রস্তুতি চলছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চরসাদীপুর ইউনিয়নের চরকুশাখালী গ্রামের বকুল প্রামাণিকের ছেলে তারিকুর রহমান, জলিল মন্ডলের ছেলে মুন্না মন্ডল, ইদ্রিস মন্ডলের সাগর মন্ডল ও মুরাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ।
/এনএ