দেশজুড়েপ্রধান শিরোনাম

কুর্মিটোলায় ৭৬টি অস্থায়ী ঘর গুড়িয়ে দিয়েছে র‍্যাব

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর কুর্মিটোলা থেকে কুড়িল পর্যন্ত রেললাইনের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭৬টি অস্থায়ী ঘর গুড়িয়ে দিয়েছে র‍্যাব।

বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা থেকে কুড়িল পর্যন্ত বিপুল পরিমাণ র‍্যাব সদস্য নিয়ে সন্ধ্যার কিছু আগে শুরু হয় অভিযান। এ অভিযানে দখলদার কাউকে আটক করা যায়নি, এর আগেই পালিয়ে যান তারা।

চলাচল করা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান চলবে বলে জানিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব জানায়, এতদিন ধরে অপরাধের এমন ক্ষেত্র যারা হতে দিয়েছেন তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি রেললাইনে পরে থাকা পরিত্যক্ত বগিগুলো সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষকে আজই জানাবে র‍্যাব।

গত রোববার (০৫ জানুয়ারি) কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close