দেশজুড়েপ্রধান শিরোনাম
কুমড়োবোঝাই পিকআপ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহে সোমবার সন্ধ্যায় কুমড়োবোঝাই পিকআপ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে র্যাব।
ঝিনাইদহ-মাগুরা সড়কের বিসিক শিল্প নগরীর গেটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মারুফ হোসেন ও সহযোগী হাসমত মোল্লাকে আটক করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিক শিল্প নগরীর ১ নম্বর গেটের সামনে চেক পোস্ট বসানো হয়। এ সময় একটি কুমড়োবোঝাই পিকআপকে গতিরোধ করে র্যাব। পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক মারুফ হোসেন, হেলপার হাসমত মোল্লা, নজরুল ও শহিদুল পালাতে চেষ্টা করে। র্যাব মারুফ হোসেন ও হাসমতকে আটক করলেও অপর দুজন পালিয়ে যায়। পরে পিকআপের ওপরের কুমড়োবোঝাই বস্তায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজা ও ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
/এন এইচ